আমরা যারা ওয়েবসাইট বানানো কেবল শুরু করেছি তারা অনেকেই জানে না ডোমেইন এবং হোস্টিং কি?
ডোমেইন এবং হোস্টিং কোথা থেকে কিনলে ভালো হয়? বেশিরভাগ লোকই শুরুর দিকে ক্ষতির ধাক্কা কমানোর জন্য কমদামে অথবা ফ্রিতে ডোমেইন ও হোস্টিং পেতে চায়। তাই তাদের জন্য এই ব্লগে কমদামে এবং ফ্রিতে ডোমেইন ও হোস্টিং পাওয়ার উপায় নিয়ে আলোচনা করে হবে।
ডোমেইন কি?
ডোমেইন নেম হলো কোনো ওয়েবসাইট এর ঠিকানা। ওয়েবসাইট যদি বাড়ি হয় তাহলে ডোমেইন নেম হলো ওয়েবসাইটটির ঠিকানা। ওয়েবসাইট এবং ডোমেইন নেম একে অন্যের পরিপূরক।হোস্টিং কি?
হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের যাবতীয় ফাইল যেমনঃ ইমেজ বা ছবি, কোড ইত্যাদি জমা রাখার জন্য একটি সার্ভার বা শক্তিশালী কম্পিউটার। সাধারণত সার্ভার বা এই শক্তিশালী কম্পিউটার গুলো ভাড়া দেওয়া হয় বিভিন্ন সাইটের মাধ্যমে বিভিন্ন মেয়াদের জন্য। তাই আমাদের হোস্টিং কিনতে হয়। যত বেশি জিবি অথবা স্পেসের আর মেয়াদের হোস্টিং কিনবেন তত বেশি দাম পড়বে। অনেক হোস্টিং একটা প্লান ওফার করে নির্দিষ্ট মেয়াদ আর নির্দিষ্ট স্পেসের সাথে ডোমেইন কম দামে দেয়।কমদামে এবং ফ্রিতে ডোমেইন ও হোস্টিং পাওয়ার উপায়।
এবার আসি কম দামে কোথায় ভালো ডোমেইন পাওয়া যায়। ডোমেইন নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। কোথায় ডোমেইন সার্ভিস ভালো দেয়?, কোথা থেকে ডোমেইন কিনলে ডোমেইন এর দাম কম পড়বে?, পেমেন্ট অসুবিধার কারণে কোথা থেকে ডোমেইন কিনবো? ইত্যাদি।
এবার আসি উত্তরে। সবচেয়ে ভালো হয়
যদি কোনো ভালো ইন্টারন্যাশনাল সাইট থেকে কেনা যায়। তবে পেমেন্ট অসুবিধা হওয়ার কারণে অনেকেই কিনতে পারে না। তাই তাদের জন্য দেশী সাইট থেকে বিকাশ পেমেন্ট দিয়ে কেনা উত্তম।
ভালো ইন্টারন্যাশনাল সাইট হলো-
1) Hostinger.com2) Godaddy.com
3) Bluehost.com
4) Namecheap.com
5) Domain.com
এছাড়াও আরো আছে।
আর ভালো দেশী সাইট
1) Webhostbd.com2) Dianahost.com
3) Exonhost.com
4) Hostingbangladesh.com
ফ্রিতে হোস্টিং পাওয়ার জন্য
1) Freehostia.com2) 000host.com
আর ফ্রিতে ডোমেইন নেওয়ার জন্য
1) Freenom.comতবে ফ্রি জিনিসে অনেক অসুবিধা আছে। বাকিগুলোতে আপনি ভালো সার্ভিস পাবেন এবং পছন্দমতো প্লানও পাবেন।Hostinger, Godaddy, Bluehost,Namecheap, Domain একটি ইন্টারন্যাশনাল ওয়েব হোস্টিং সাইট। এটি ওয়ার্ডপ্রেস ব্যবহার কারীদের জন্য সবচেয়ে উপযোগী। এই হোস্ট কোম্পানির সার্ভিস অত্যন্ত ভালো এবং ফাস্ট লোডিং সুবিধা দেয়।
আর বাংলাদেশি সাইটগুলোতেও আপনারা কম সুবিধা পাবেন না। এখানে বিকাশ ও অন্যান্য মাধ্যম দিয়ে পেমেন্ট সুবিধা পাবেন। সার্ভিসও অত্যন্ত ভালো এবং ফাস্ট লোডিং পাবেন। তবে ইন্টারন্যাশনাল সাইট গুলোর সাথে দেশীয় সাইট গুলোর তুলনা না করাই ভালো।
উক্ত সাইটগুলো আপনাকে ডোমেইন এবং হোস্টিং সহ অনেকগুলো সুবিধা দিয়ে অনেকগুলো প্লান দেয় এবং কম দামে ওফার করে। আপনারা পছন্দমতো নিতে পারেন। তবে অনেকে অন্য সকল অপরিচিত জায়গা থেকে ডোমেইন এবং হোস্টিং নিয়ে থাকেন। তারা হয়তো জানেন না কোথা থেকে কিনলে সার্ভিস ভালো পাবে। অনেকে এই সকল অপরিচিত জায়গা থেকে হোস্টিং এবং ডোমেইন কিনে ধোকা খান। হোস্ট প্রোভাইডারদের কোনো অস্তিত্ব পাওয়াই যায়। তাই স্বনামধন্য জায়াগা থেকে হোস্টিং এবং ডোমেইন কিনুন। মাঝে মাঝে স্বনামধন্য কোম্পানি গুলো প্লান ছাড়াও অনেক সময় শুধু ডোমেইন ও হোস্টিং ওফার দিয়ে থাকে। তাই তখন চাইলে কিনতে পারেন। ইন্টারন্যাশনাল সাইট থেকে নেওয়ার উপায় হলো অনেক ফেসবুক গ্রুপের এডমিন এবং মোডারেটররা ইন্টারন্যাশনাল সাইট থেকে কিছু টাকার বিনিময়ে ডোমেইন ও হোস্টিং কিনে দেয়। তাদের সাহায্য নিতে পারেন। তবে ইন্টারন্যাশনাল সাইট থেকে ডোমেইন অথবা হোস্টিং কিনলে ভ্যাট যুক্ত হয়। তাই ইন্টারন্যাশনাল সাইট এর ডোমেইন দামে কম মনে হলেও আসলে দাম। দেশী সাইট থেকে বেশি।
ব্লগটি ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।